দিনাজপুরের ঘোড়াঘাটে আম বোঝাই বিকলট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় ইপাহিম ইসলাম (২৩) নামে এক ট্রাক মিস্ত্রি মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিমুল মিয়া (১৭) নামে মিস্ত্রির সহকারী আহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) মধ্য রাতে পৌরশহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইপাহিম ইসলাম পৌরশহরের ১নং ওয়ার্ডের আ.রহিম মিয়ার ছেলে এবং আহত শিমুল মিয়া গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার এলাকার শরিফুল ইসলাম ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঠাকুরগাঁও থেকে আম বোঝাই একটি মিনি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট ফায়ারসার্ভিস স্টেশনের সামনে আসলে ট্রাকটির গিয়ার বক্স বিকল হয়ে যায়। পরে গিয়ার বক্সের বিকল অংশ খুলে বগুড়া থেকে ঠিক করে নিয়ে আসার পর ট্রাকের চালক স্থানীয় দুইজন মিস্ত্রিকে ডেকে আনেন। সে সময় সড়কের পাশে ট্রাকটির গিয়ার বক্স সেট করছিলেন তারা। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ওই দুই মিস্ত্রি গুরুতর আহত হন এবং তাদের একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।
এ সময় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক ইপাহিম ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ইপাহিম ইসলাম মারা যান।
ওসি আরও জানান, ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এফএ