ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে পুশইন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১০:৩৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করা হয়।

আটককৃতরা হলেন—শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কর্মরত থাকার কথাও পুলিশকে জানিয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে পুশ ইন করে বিএসএফ। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় এলাকাবাসী তাদেরকে দেখে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। আটককৃতদের মাঝে পুরুষ ৬ জন, নারী ৯ জন ও শিশু রয়েছে ৪ জন।

বিজ্ঞাপন

এদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে পুশইন করা হয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তাদের নামঠিকানা পরে জানানো হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ইতোমধ্যে ৪০৩ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ২৯২ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এ ছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |