ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৭:১৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) ঢাকা-ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে (হালুকাইদ) ও সাতখামাইর এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে জয়নাল আবেদিন (৬০) এবং অজ্ঞাত বৃদ্ধা (৬০)। এদের মধ্যে জয়নাল আবেদিন পেশায় একজন সাইকেল মিস্ত্রি। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান বলেন, ঘটনা দুটি পৃথক সময় ও স্থানের। এর মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) গ্রামে ট্রেনে কাটা পড়ে জয়নাল আবেদিন এবং সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিং এলাকায় জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়। 

দিনি আরও বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |