ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

নিরপেক্ষ নির্বাচন না হলে মহাদুর্যোগ অপেক্ষা করছে: গোলাম পরওয়ার

আরটিভি নিউজ 

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৭:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে যদি কোনো দিকে ঝুঁকে পড়ে, তাহলে জাতির সব স্বপ্ন ব্যর্থ হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

এরপর প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন। আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে, তাদের সম্পর্কে পরিষ্কার অ্যানালাইসিস থাকা প্রয়োজন। অনেকে অনেক বুদ্ধি দিচ্ছেন। কোনো কোনো বুদ্ধিতে আপনি ঝুঁকে পড়ছেন কি না, সেটা নিয়ে সাবধান থাকতে হবে। কিছু ব্যক্তি আপনাকে ভুল তথ্য দিয়ে যেন মিসগাইড করতে না পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ নেতা আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন মুখী দল; দেশের সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ নির্বাচনেও আমরা অংশগ্রহণ করবো। আমাদের নির্বাচনী প্রক্রিয়ার সব প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা জাতীয় ঐক্যের আলামত দেখতে পাচ্ছি। ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে আমরা বৈষম্যহীন নিরাপদ মানবিক ইনসাফপূর্ণ বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত করতে পারি।

মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |