ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

প্রবেশপত্র না পেয়ে এইচএসসি দিতে পারেনি ১৭ শিক্ষার্থী, কার্যক্রম বন্ধ সেই কলেজের

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৮:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

জামালপুরে প্রবেশপত্র না পেয়ে ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার ঘটনায় শহরের বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) দুপুরে কলেজটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। 

জানা গেছে, ‘জামালপুরে অ্যাডমিট কার্ড না পেয়ে পরীক্ষা দিতে পারেনি ১৭ শিক্ষার্থী’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। 

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি তদন্ত দল জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তদন্ত করে গাফিলতির সত্যতা পায়। পরে ওই কলেজের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষা বোর্ড। 

তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুমোদন থাকলেও দীর্ঘদিন যাবত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিল প্রতিষ্ঠানটি। আজ থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ওই ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। 

বিজ্ঞাপন

শিক্ষা বোর্ডের তদন্ত দলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক এমএমএ জামিল সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ খান, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মোহাম্মদ হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |