ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে: খোকন 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১০:১৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ীতে রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি চায় সারাদেশে সব ধর্মের মানুষ সহঅবস্থানে বসবাস করুক। সবাই সবার ধর্ম পালন করুক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপসনালয়, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে কোনো হামলার ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের সম্পদের নিরাপত্তা দিতে দিনের পর দিন পাহারাদারের ভূমিকা পালন করেছে। তাই আগামীদিনে আপনারা বিএনপির পাশে থাকবেন। বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 

এ সময় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দিদার হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সোনাইমুড়ী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সঞ্জয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা, গদাদরকুণ্ড মন্দিরের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক লক্ষণকুরি প্রমুখ বক্তব্য রাখেন। 
 
আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |