ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সকালে স্বামীর সঙ্গে ঝগড়া, রাতে মরদেহ মিলল গৃহবধূর

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৬:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে নিজ কক্ষ থেকে জমিলা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার শিবরায়েরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি রতন শেখ।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত জমিলা আক্তার একই এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে ও ভ্যানচালক মুসা মুন্সির স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩ বছর আগে মুসা মুন্সির সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় জামিলা আক্তারের। শুক্রবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান। রাত ৮টার দিকে জামিলা আক্তারকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখেন এলাকাবাসী। 

পরে মুসাকে খবর দিলে জামিলাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিবচর থানার ওসি রতন শেখ বলেন, প্রাথমিকভাবে জেনেছি, ঘরের দরজা ভেঙে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |