ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অবস্থান

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৬:৪৫ এএম


loading/img
ছবি: আরটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন মোছা. তন্নি আক্তার নামের এক তরুণী। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে রায়পুর ইউনিয়নে মটরাহাট গ্রামের বাসিন্দা মো. মুজাক্কির আল মাসুমের বাড়ির সামনে অবস্থান নেন ওই তরুণী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী তন্নি আক্তার ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, তন্নি আক্তারের সঙ্গে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মো. মুজাক্কির আল মাসুমের। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অগোচরে চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি তারা বিবাহ করেন। শুক্রবার বিকেলে তন্নি আক্তার স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে মাসুমের বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

অভিযোগ উঠেছে, মাসুমের পরিবারের সদস্যরা তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি হয়নি এবং তাকে বাড়ি থেকে জোর করে বের করে দেয়। পরে তিনি মাসুমের বাড়ির প্রধান ফটকের সামনেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী তন্নি আক্তার বলেন, মাসুম আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আমাদের বিয়ের সকল প্রমাণ, কাবিননামা আমার কাছে আছে। সে আমাকে তার বাড়িতে নিয়ে আসবে বলে কথা দিয়েছিল। কিন্তু আজ এখানে আসার পর তার বাড়ির লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছে। মাসুমও আমার সাথে যোগাযোগ করছে না। যতক্ষণ না আমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে তুলে নেওয়া হবে, ততক্ষণ আমি এখান থেকে এক পা-ও নড়ব না।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে মো. মুজাক্কির আল মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

এ দিকে তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সরোয়ার আলম খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মেয়েটি স্ত্রীর অধিকারের দাবিতে ছেলের বাড়ির সামনে অবস্থান করছেন। আমরা উভয় পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছি। যদি কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়, তবে আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |