ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশ, সেনবাগে ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার 

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৬:৫৫ এএম


loading/img
ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ। ছবি: আরটিভি

এইচএসসি পরীক্ষার প্রথম দিন দলের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে মোহাম্মদ সানাউল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সানাউল্লাহ নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, সারাদেশের মতো বৃহস্পতিবার নোয়াখালীতে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। 

বিজ্ঞাপন

পরবর্তীতে সেই ছবি বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। অবশ্যই পরে নিজের আইডিতেও ছবিগুলো পোস্ট করে সানাউল্লাহ। ছবিগুলোতে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এমন অনধিকার প্রবেশে কোনো প্রতিক্রিয়া দেখাননি বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এতে কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে। 

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের দৃষ্টিতে আসে। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে সানাউল্লাহকে দলের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |