কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুস্পৃষ্টে হাফেজ রিমন মিয়া নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার সাইলচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রিমন মিয়া (২৩) ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার স্বল্পপশ্চিম গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি সাইলচর ‘ওমর ইবনুল খাত্তাব মাদরাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হাফেজ রিমন মাদরাসার ছাদের ওপর থেকে শুকনো কাপড় আনতে যায়। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেবি বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। শিক্ষার্থীরা চিৎকার শুনে ছাদে উঠে দেখেন তাদের শিক্ষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকার বাসিন্দারা জানান, মাদরাসার ছাদ থেকে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনের দূরত্ব ছিল খুব কাছে। কোনো নিরাপত্তা না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে ‘ওমর ইবনুল খাত্তাব মাদরাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মুফতি সাইদুল ইসলাম জানান, হাফেজ রিমন মাদরাসার ছাদে গামছা শুকাতে দেন। ছাদ থেকে গামছা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি দেড় মাস আগে শিক্ষক হিসেবে এ মাদরাসায় যোগদান করেছিলেন।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আরটিভি/এমকে