ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১১:৩৭ এএম


loading/img
ছবি: আরটিভি

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে তিন্নি খাতুন (১১) ও চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা গেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত তিন্নি উপজেলার উত্তর থানাপাড়া গ্রামের আবু সামা কাউন্সিলের মেয়ে ও জোবায়ের আহমেদ একই এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের একমাত্র সন্তান। দুজনেই সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন্নি ও জুবায়ের গোসল করতে নামলেও তাদের দেখা না পেয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী। কিছুক্ষণ পর তাদের নিথর মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে গোপালনগর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ফরিদপুর থানার ওসি মো. হাসনাত জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |