স্বৈরাচারের সুবিধাভোগী কাউকে স্বজনপ্রীতির মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপিতে সদস্য নেওয়া যাবে না। এ ছাড়াও বিগত সময়ে যারা অত্যাচার করেছে কিংবা অন্যদলের রাজনীতি করে তাদেরকে দলে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৭ জুন) সাড়ে ৫টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা যে ধর্মের লোক হোক না কেনো যদি ভালো মানুষ হয় তাহলে তাদেরকে সদস্য নিতে হবে। প্রত্যেক ওয়ার্ডে কম পক্ষে ২৫ শতাংশ নারী যেন থাকেন। নতুন সকল সদস্যদের ডাটাবেজ তৈরি করে প্রত্যেকে আলাদা আলাদা কার্ড সরবরাহ করা হবে।
আরটিভি/এএএ/এস