ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল এসিল্যান্ডের গাড়ি

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১১:৫৭ এএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বহনকারী গাড়ির সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গাড়ির এক পাশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বেঁচে যান তিনি। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখনগর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নসিমনের চালক গুরুতর আহত হন।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, একটি মিটিংয়ে যোগ দিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভা এলাকার শেখনগর এলাকায় উল্টো পথে একটি নসিমন এসে আমাকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির বাম পাশে যথেষ্ট ক্ষতি হয়। নসিমন চালক আহত হলেও দ্রুত সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অল্পের জন্য আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, উল্টো পথের নসিমন গাড়ির কারণেই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ভূমি কর্মকর্তা ও তার চালক অক্ষত এবং সুস্থ আছেন। তাকে বহন করা গাড়িটি বাম পাশে ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |