ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১২:০৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে সকালে হাঁটতে বের হয়ে প্রাইভাটকারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।  

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক৷ তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামে মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় সূত্র জানায়, সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন স্কুল শিক্ষক আতাউর রহমান ও সামিউল ইসলাম নামে এক ব্যক্তি। রাস্তা পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার আতাউর রহমান ও সামিউল ইসলামকে ধাক্কা দিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

প্রাইভেটকারের ধাক্কায় তারা দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় আহত সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

বিজ্ঞাপন

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরটিভি/এএএ/এস

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |