ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

র‌্যাব পরিচয়ে অপহরণের মূলহোতা সিকদার আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০২:০৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদারকে বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব-১৫। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) আ ম ফারুক জানান,
শুক্রবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে আটক করা হয় তাকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১১ জুন রাত ১১টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর বাসিন্দা মো. হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব ও সিকদার বাড়ি থেকে ডেকে নিয়ে রঙ্গিখালির দুর্গম পাহাড়ে অপহরণ করে। 

বিজ্ঞাপন

পরে অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে হত্যা করার হুমকি দেয়।

অপহরণের সংবাদ পেয়ে র‌্যাব-১৫ ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং গোপন তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালায়। এর ধারাবাহিকতায় ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক সুমনকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১৫ জুন সকালে র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামি এবং চক্রের অন্যতম মূলহোতা সিকদার ওরফে বলি (৪৫), পিতা-আবু, সাং-মরাগাছতলা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে মরাগাছতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |