শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আশ্রাফ আলী দর্জী (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত তার স্ত্রী রেনুজা বেগমকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার পূর্ব ডামুড্যায় প্রাইমারী ইসলামী একাডেমি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আশ্রাফ আলী দর্জী গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরিবের চর এলাকার মৃত মাহিম আলী দর্জীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আশ্রাফ আলী দর্জী তার স্ত্রী রেনুজা বেগম ও মেয়ে স্বপ্নাকে নিয়ে ভ্যানে করে কুকুরের কামড়ের জলাতঙ্কের ভ্যাকসিন নিতে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসছিলেন। পূর্ব ডামুড্যা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশ্রাফ আলী তার স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সন্ধ্যায় আশ্রাফ আলী দর্জী মারা যান। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী রেনুজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমকে/এআর