ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

খেলা দেখানোর সময় সাপের কামড়ে যুবক নিহত

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১১:২৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে খেলা দেখানোর সময় সাপের কামড়ে সাপুড়ের সহযোগী এক যুবকের মৃত‍্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) বিকেলে শহরের রেলওয়ে মালগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাইম হোসেন (২২) ঈশ্বরদী পৌরসভার আমবাগান পূর্বটেংরী গ্রামের বাহারাম হোসেনের ছেলে। 

বিজ্ঞাপন

স্থানীয় ব‍্যবসায়ী রয়েল জানান, মাঝেমধ‍্যেই এক সাপুড়ে মালগুদাম এলাকায় সাপের খেলা দেখায়। আজকেও সাপ খেলা দেখানোর সময় ওই ছেলের (নাইম) হাতে সাপের বাক্স দেয় ওই সাপুড়ে। পরে সাপের বাক্সটি খুলে সাপ দেখানোর সময় সাপ তার হাতে কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। পরে ওই ছেলে মারা গেছেন বলে শুনেছি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, নিহত নাইম একজন ওঝা ছিলেন। সাপের খেলা দেখিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে তিনি। ২৭ জুন একটি গোখরা সাপ ধরে নিজের কাছে রেখেছিলেন। আজকে সেই সাপ নিয়ে খেলা দেখাতে গেলে তাকে কামড় দিলে তিনি মারা যায়। এ ঘটনা জানার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হলে ততক্ষণে তার জানাজা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |