ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছ জব্দ

আরটিভি নিউজ 

রোববার, ২৯ জুন ২০২৫ , ১০:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের খারেরা বিওপি ক্যাম্পের সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার বেলবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা বেলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় ভারতে পাচারের জন্য মাইক্রোবাসযোগে আনা ৫০০ কেজি শিং মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব মাছ কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |