ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

খালেদার কারাদণ্ডের পর বিএনপি নেতার বাসে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৮ , ১০:৫৪ পিএম


loading/img

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ডের পর সাতক্ষীরায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের বাকাল এলাকায় পৌর মেয়র ও জেলা বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীর মালিকানাধীন একে ট্রাভেলসের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, সড়কের পাশে এসি বাসটি রাখা ছিল। সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন  ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

এসএইচ/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |