দুবাইয়ে দিবা-রাত্রীর টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ২৬৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাতে রয়েছে ৪ উইকেট।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনে করা ১ উইকেটে ৬৯ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় ক্যারিবিয়রা। ইয়াসির শাহ’র বলে বোল্ড হয়ে ফিরে যান ক্রেইগ ব্রাফেট। এরপর স্যামুয়েলসকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন ড্যারেন ব্রাভো।
তৃতীয় উইকেটে ১১৩ রান যোগ করে ব্যাক্তিগত ৭৬ রানে ফিরে যান স্যামুয়েলস। আর ব্রাভো আউট হন ৮৭ রান করে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩১৫ রান তুলে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। চতৃর্থ দিনের খেলা শুরু বিকেল সাড়ে ৫টায়।
এস