ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

শুক্রবার, ০৯ মার্চ ২০১৮ , ০৬:৪৪ পিএম


loading/img

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটভাটার ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মুক্তিযোদ্ধা নূর হাকিমের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা নূর হাকিম উপজেলার দর্শনার মোবারকপাড়ার মৃত খাদেম বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে জরুরি কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মুক্তিযোদ্ধা নূর হাকিম। এসময় তিনি কানাইডাঙ্গা গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইটভাটার ট্রাক্টর তাঁর মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নূর হাকিম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মুক্তিযোদ্ধা নূর হাকিমের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাক্টরচালক ও সহযোগিরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |