খাগড়াছড়ি জেলা শহরের মহাজন পাড়ায় টঙ রেস্টুরেন্টসহ ৬টি দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এ ঘটনায় ১ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের অপারেশন ইনচার্জ সূর্য আলো চাকমা জানান, রাত ১১টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসেন। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে, সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল হাসান মাহমুদ, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন।
এসএস/কে