ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

যমুনা নদীর তীরে ঘুড়ি উৎসব

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রোববার, ১৫ এপ্রিল ২০১৮ , ১২:৩৪ পিএম


loading/img

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। 

বিজ্ঞাপন

শনিবার বিকেলে শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদূরে যমুনা নদীর তীরে এই ঘুড়ি উৎসবের আয়োজন করে ‘শতদল’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  

এ ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে সেখানে নারী-পুরুষ ও শিশুসহ হাজারো মানুষের মিলন মেলা হয়। এ যেন বাঙালির ভিন্ন এক উৎসবের আমেজ। এই ঘুড়ি উৎসবে শত শত বিভিন্ন ধরণের ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এসব ঘুড়ির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নৌকা ঘুড়ি, আমি সোফিয়ান ঘুড়ি, পরি ঘুড়ি, উড়োজাহাজ ঘুড়ি, কৈইরা, চিলা, পতেঙ্গা, ফুল, মানুষ ঘুড়ি, ময়ূরসহ বিভিন্ন ধরনের বাহারি ঘুড়ি। 

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : প্রশংসা কুড়িয়েছে ডিএনসিসির ফেসবুক পেজ
--------------------------------------------------------

তবে নিবন্ধন করা হয় মোট ২শ ২৩টি ঘুড়ি। নিবন্ধনকৃত ঘুড়িগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়। ১৬টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট তিনটি করে মোট ৪৮টি কালার টেলিভিশন এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে বিভিন্ন ধরণের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়। মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, শিবালয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লতা, জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার, শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. খন্দকার বেলায়েত হোসেন, ‘শতদল” সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মো. আমজাদ হোসেন।  

এ ঘুড়ি উৎসবে বিভিন্ন প্রকার ঘুড়ির স্টলের পাশাপাশি ভোজন রসিকদের জন্য ছিল চটপটি, ফুচকাসহ নানা ধরনের খাবারের দোকান। জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসেন এ ঘুড়ি উৎসবে। 

উল্লেখ্য, শিবালয় শতদল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গেলো ৮ বছর ধরে আরিচা ঘাটের যমুনা নদীর পাড়ে এ ঘুড়ি উৎসব ও মেলার আয়োজন করে আসছে। এছাড়া এই সংগঠনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও সকালে শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের হল রুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন :

এসএস  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |