ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রংপুরে মির্জা ফখরুল ও দুলুর কুশপুত্তলিকা পুড়লো বিএনপি নেতাকর্মীরা

রংপুর প্রতিনিধি

রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ , ০৩:৩৯ পিএম


loading/img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর কুশপুত্তলিকা পুড়েছে রংপুর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

রংপুর-৩ আসনে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে প্রার্থী না করায় পূর্ব ঘোষিত ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে এ কর্মসূচী পালন করে তারা।

শনিবার রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলের মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কুশপুত্তলিকাতে আগুন দেয়।

বিজ্ঞাপন

রংপুর-৩ আসনে পিপলস পার্টি অব বাংলাদেশ এর রিটা রহমানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সেই সঙ্গে রংপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জাতীয় এক্যফন্ট প্রার্থী শাহ রহম উল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ওই আসনের বিএনপির নেতা কর্মীরা।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |