ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ডিজিটাল নিরাপত্তা আইনে রনির বিরুদ্ধে মামলা

শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ , ০৪:৩১ পিএম


loading/img

ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনিসহ ৬ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন। এ মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন, গলাচিপা উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাহজাহান খান, তার ছেলে শিপলু খান, রনির ছোট ভাই গোলাম সরোয়ার, শ্যালক মকবুল হোসেন খান ও শাহ আলম সানু।

মামলায় বলা হয়, গোলাম মাওলা রনি গলাচিপা থানা ঘেরাও করার জন্য দলীয় লোকজনকে ফোনে নির্দেশ দেন। এ ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হয়ে গেলে বৃহস্পতিবার রাতে গোলাম মাওলা রনিসহ ওই ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

বিজ্ঞাপন

মামলার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ওসি আকতার মোর্শেদ জানান, গোলাম মাওলা রনিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |