ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনিসহ ৬ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন। এ মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন, গলাচিপা উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাহজাহান খান, তার ছেলে শিপলু খান, রনির ছোট ভাই গোলাম সরোয়ার, শ্যালক মকবুল হোসেন খান ও শাহ আলম সানু।
মামলায় বলা হয়, গোলাম মাওলা রনি গলাচিপা থানা ঘেরাও করার জন্য দলীয় লোকজনকে ফোনে নির্দেশ দেন। এ ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হয়ে গেলে বৃহস্পতিবার রাতে গোলাম মাওলা রনিসহ ওই ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
মামলার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ওসি আকতার মোর্শেদ জানান, গোলাম মাওলা রনিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
জেএইচ