ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যেকোনও মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ , ০৩:২৭ পিএম


loading/img

যেকোনও মূল্যে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সকল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিজ্ঞাপন

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়  তিনি এই নির্দেশ দেন।

এসময় মন্ত্রী আরও বলেন, খাদ্যে ভেজাল রোধে সভা-সেমিনারের পাশাপাশি মোবাইল কোর্ট অব্যাহত রাখতে হবে। নিরাপদ খাদ্য সমাজকে নিরাপদ রাখে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের যা যা করা প্রয়োজন তাই করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সঠিক তথ্য তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি নাজমুল হক সনি ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন।

আরও পড়ুন

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |