ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বাসচাপায় নারীসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর প্রতিনিধি

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ , ১০:৪১ এএম


loading/img

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাসের চাপায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী।

গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার হরিরাম শাহাপুর গ্রামের শাহিনুর রহমান, মুশফিকুর রহমান ও রুমি আখতার।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে  ছয়টার দিকে পীরগঞ্জ উপজেলার কাউয়াপুকুর থেকে তিন মোটরসাইকেল আরোহী রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা লালদিঘী থেকে বিশমাইল এলাকা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রাত সাড়ে আটটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |