• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাসচাপায় নারীসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর প্রতিনিধি

  ১৮ জানুয়ারি ২০১৯, ১০:৪১

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাসের চাপায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এই দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী।

গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।

নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার হরিরাম শাহাপুর গ্রামের শাহিনুর রহমান, মুশফিকুর রহমান ও রুমি আখতার।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পীরগঞ্জ উপজেলার কাউয়াপুকুর থেকে তিন মোটরসাইকেল আরোহী রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা লালদিঘী থেকে বিশমাইল এলাকা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রাত সাড়ে আটটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ আর রহমানের বিচ্ছেদ, যা বললেন তিন সন্তান
রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত
ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
ইসরায়েলের হামলায় গাজায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত