• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বিরামপুরে যুবতীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি ২০১৯, ২০:১৪

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই এলাকার ফিরোজ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যার পর মেয়েটির বাড়ির পাশে এই ঘটনা ঘটে। পরে আজ শনিবার সকালে গুরুতর অবস্থায় বিরামপুর থানায় নেয়া হলে পুলিশ উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ধর্ষিতার বাবা জানান, শুক্রবার বিকেলে তার স্বামী পরিত্যক্তা ২২ বয়সী মেয়ে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার সুযোগে তাকে একাকী পেয়ে পাশের গ্রামের শাহজাহানের ছেলে শাহীনসহ পাঁচজন মিলে জোর করে পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে যায়। রাতে ঐ লিচু বাগানে পাঁচজন মিলে ধর্ষণের পর গুরুতর অবস্থায় ফেলে যায়।

খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ঐ লিচুবাগান থেকে ধর্ষিতাকে উদ্ধার করা হয়। শনিবার সকালে ধর্ষিতাকে বিরামপুর থানায় নেয়া হয়। এসময় বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা ধর্ষিতার মুখে ঘটনার বর্ণনা শোনেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার বলেন, ঐ যুবতীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকদের ধরতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। ইতোমধ্যে ফিরোজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পরুন

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু