ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় ইউনানি ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ , ০১:৫৩ পিএম


loading/img

কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারাড়া গ্রামে ইউনানি ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।একই ওষুধ খেয়ে নবাব আলী নামের একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওষুধের মেয়াদ ছিল না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

রোববার দিনগত রাতে এই ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন বহলবাড়ীয়া ইউনিয়নের খারাড়া গ্রামের নবাব আলির মেয়ে শামীমা আক্তার (৯) ও একই গ্রামের পলান শেখের ছেলে নুর মোহাম্মদ (৫০)।

সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার রাতে খারাড়া গ্রামে নবাব আলীর বাড়িতে টেলিভিশন দেখতে যান নুর মোহাম্মদ। এসময় তার কাশি উঠলে নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামে ইউনানী সিরাপ খেতে দেন নবাব আলী।

একই ওষুধ খান নবাব আলী ও তার মেয়ে শামীমা। পরে রাত ১১টার দিকে শামিমা ও নবাব আলী অসুস্থ হয়ে পড়লে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ নবাব আলীকে কুষ্টিয়া জেনারেল পাঠানো হয়।

এদিকে মধ্যরাতে নুর মোহাম্মদ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওষুধটির মেয়াদ ছিল না বলে জানা গেছে। বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জেবি/পি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |