• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে বেঁধে লাঠিপেটা, গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২০

রাজবাড়ীতে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে দড়ি দিয়ে বেঁধে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে গত শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার দুই শিশুর একজন বিজয় মোল্লা (১১)। সে নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের ফরিদ মোল্লার ছেলে এবং ওই গ্রামের আবুল কাসেম মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। অপর শিশু হলো একই গ্রামের সাদেক আলীর ছেলে আসিক (৭)। সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এই ঘটনায় বিজয় মোল্লার বাবা ফরিদ মোল্লা গেল শনিবার সকালে একটি মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী জুলফিকার শেখ ও তার ছেলে সাগর শেখকে ওইদিন রাতেই তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মারধরের শিকার বিজয় মোল্লা বলেন, নারুয়া বাজারে জুলফিকার শেখের ছেলে সাগর শেখের একটি মোবাইল ফোন মেরামতের দোকান রয়েছে। সেই দোকানে একটি ফোন মেরামত করার জন্য দিয়েছিলাম। গেল শুক্রবার সকালে মোবাইল ফোনটি আনতে গেলে দোকান বন্ধ পাই। পরে তার বাড়িতে গেলে সাগরের বাবা লফিকার আমাদের বিকেলে দোকানে আসতে বলেন। বাড়ি ফেরার সময় রাস্তায় একটি মোবাইল ফোন পাই এবং বিষয়টি এলাকাবাসীকে জানাই। বিকেলে সাগরের দোকান থেকে মোবাইল ফোনটি আনতে গেলে তার বাবা আমাকে ও আসিককে গাছের সঙ্গে বেঁধে মারপিট শুরু করেন। সেইসঙ্গে জোর করে তারা আমাদের কাছ থেকে মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি নেন।

বিজয়ের বাবা ফরিদ মোল্লা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখান থেকে ছেলে দুটিকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শিশুদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী জুলফিকার শেখ জানান, মোবাইল চোর সন্দেহে তাদেরকে আটক করি। তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য রশি দিয়ে বেঁধে রাখি। ফোন চুরির কথা প্রথমে স্বীকার না করায় লাঠি দিয়ে দুই একটি আঘাত করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন আরটিভি অনলাইনকে বলেন, মোবাইল ফোন যদি শিশুরা চুরি করেও থাকে তাদের মারধর করার অধিকার কারও নেই। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত আছেন তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

পি

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেপ্তার
ভাবিকে খুন করে তাবলিগে আত্মগোপন, এরপর যা ঘটল
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার