ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

ভৈরব প্রতিনিধি

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ , ০১:০৩ পিএম


loading/img

ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১২টায় ট্রেন চলাচল ফের শুরু হয়। এর আগে সকাল পৌনে সাতটার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আতাউল করিম কবির জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে কিছুক্ষণ আগে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছে বিকল ইঞ্জিনটি সচল করার পর দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |