• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বোমা ভেবে রাতভর বেগুন পাহারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি বোমাসদৃশ্য বস্তু দেখা যায়। এরপর থেকেই সারা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে রাখে পুলিশ।

কালো টেপে মোড়ানো চ্যাপ্টাকৃতির বস্তুটি বোমা কি না নিশ্চিত হতে এবং যদি বোমা হয় তাহলে তা নিষ্ক্রিয় করতে ডাক পড়ে সিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের।

শুক্রবার সকাল ১০টায় চৌকস এ দলের সদস্যরা মূল ঘটনাস্থলে হাজির হন। আধুনিক বোমা নিষ্ক্রিয়করণ যন্ত্রপাতির সহায়তা নিয়েই কাজে নেমে পড়েন তারা। চারপাশ পর্যবেক্ষণের পর সকাল সাড়ে ১০টার দিকে দূর থেকে এটিকে ফাটিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়। কিন্তু না। শেষমেশ দেখা গেল কালো ট্যাপে মোড়ানো একটি বেগুন! এর দুই পাশে লাল কালো ইলেকট্রিক তার ছিল।

সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য রাজেশ বড়ুয়া জানান, একটি বেগুনে দুটি তার ও কালো টেপ মুড়িয়ে বোমার মতো করে সেটি রেখে যাওয়া হয়েছিল। এর চারদিকে সংযুক্ত ছিল লাল বৈদ্যুতিক তার। এটি দেখতে অবিকল হ্যান্ডগ্রেনেডের মতো। আতঙ্ক ছড়াতে কেউ এ কাজ করেছে।

তবে এর পেছনে কারা থাকতে পারে সে বিষয়টি খুঁজে পেতে কাজ শুরু করেছে পুলিশ৷

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। যে বা যারাই করে থাকুক দ্রুত খুঁজে বের করব।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বের সবচেয়ে ছোট ইলেকট্রিক স্কুটার আনলো হোন্ডা
স্কুটারে লুকানো বোমায় প্রাণ হারালেন রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান
দুই বছর পর আবারও কুড়িগ্রামে মিলল পাতি হাঁসের কালো ডিম
দিল্লিতে আবার ছয় স্কুলে বোমা রাখার হুমকি