ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চিরনিদ্রায় শায়িত নিউজিল্যান্ডে নিহত ফারুক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৭ মার্চ ২০১৯ , ০২:২৫ পিএম


loading/img

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল-নূর মসজিদে জুম্মার নামাজের সময় বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে নিহত ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে নারায়ণগঞ্জের বন্দর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ওমর ফারুকের জানাজা হয় বন্দর উপজেলার সিরাজদৌলা মাঠে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ওমর ফারুকের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সন্তানের কফিনের ওপর আছড়ে পড়েন মা রহিমা বেগম। তিন মাসের অনাগত সন্তানকে পেটে নিয়ে স্বামীর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন স্ত্রী সানজিদা জামান নিহা। এই শোকাতুর দৃশ্য দেখে উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন।

এদিকে আজ সকালে ওমর ফারুকের জানাজা শেষে তার বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। তিনি এ ঘটনাকে অনাকাঙ্খিত বলে উল্লেখ করেন। সেইসঙ্গে তাৎক্ষণিক ভূমিকা নেওয়ায় নিউজিল্যান্ড সরকারকেও ধন্যবাদ জানান মেয়র।

গেল ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল-নূর মসজিদে জুম্মার নামাজের সময় বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে ৫০ জন নিহত ও ৪৭ জন আহত হন। এ ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি ছিলেন পাঁচজন। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার ওমর ফারুক।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |