ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আজও বন্ধ সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ১০:২৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা সদরের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটলেও দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি পাড়া ও মেরুং বাজারে এখনও পানি রয়েছে।

বিজ্ঞাপন

বাঘাইহাট এলাকায় সড়কে পানি জমে থাকায় আজও বন্ধ রয়েছে পর্যটন স্পট সাজেকের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল।

মেরুং এর  সাতটি আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয়গ্রহণ করছেন। মেরুং বাজারে পানি থাকায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান আজও খুলতে পারেনি। সড়কের ওপর পানি ওঠায় দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলা এবং মেরুং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার পর অধিকাংশ মানুষই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরে গেছেন। তবে আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পরছে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণদের সতর্ক অবস্থায় থাকতে প্রশাসন আহ্বান জানিয়েছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |