গাইবান্ধায় বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানবাসীদের। বাড়ি-ঘরে কাঁদাপানি থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উচু বাঁধে আশ্রয় নেয়া মানুষগুলো বাড়ি ফিরতে পারছে না।
বিজ্ঞাপন
বিধ্বস্ত ঘর-বাড়ি মেরামত করে বাড়ি ফিরতে আরও এক সপ্তাহ লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আশ্রয় কেন্দ্র হিসেবে বানভাসি মানুষ বসবাস করায় অন্তত দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করা সম্ভব হয়নি।
গোখাদ্যের সংকটে কৃষকরা গবাদিপশু নিয়ে এখন বিপাকে পড়েছেন। রোপা ও আউশ ধানের জমিতে পানি থাকায় নতুন করে আমন চাষ করতে পারছে না কৃষকরা। রয়েছে বিশুদ্ধ পানির সংকট। বিভিন্ন এলাকায় ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগে ভুগছে মানুষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এমকে