ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

শনিবার, ০৩ আগস্ট ২০১৯ , ০১:১৫ পিএম


loading/img

চাঁদপুরের কচুয়া উপজেলায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যমজ দুই ভাই হলো রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম। তারা ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

বিজ্ঞাপন

কাদলা ইউনিয়নের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, শুক্রবার দুপুরে দুই ভাই বাড়ির পাশে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল।

এরই একপর্যায়ে তারা বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন তাদের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পান।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন 

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |