ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

একরাশ হতাশা আর কষ্ট নিয়ে গাইবান্ধায় ঈদ এসেছে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯ , ০৯:১১ পিএম


একরাশ হতাশা আর কষ্ট নিয়ে ঈদ এসেছে গাইবান্ধার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে। বিধ্বস্ত ঘর-বাড়ি আর ফসলের ক্ষতি হয়ে যাওয়ায় তাদের ভাগ্যে জোটেনি লাচ্চা-সেমাই কিংবা গোশত।

বিজ্ঞাপন

ঈদের দিনে তাদের পাশে এগিয়ে আসেনি কোন বিত্তবান বা সরকারি-বেসরকারি কর্মকর্তাও। এবারের বন্যায় গাইবান্ধার ৪৯টি ইউনিয়ন এবং গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ পৌরসভার প্রায় ৫৭ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর প্রধান কারণ ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ঘাঘট ও সোনাইল বাঁধের ৩৩টি স্থানের ভাঙন।

ত্রাণ হিসেবে এক মাসে কারও ভাগ্যে ১০ কেজি করে চাল জুটলেও অনেকের ভাগ্যে জোটেনি তা। এছাড়া ভিজিএফের চালও না পাওয়ায় অনেকের ঈদের দিন কেটেছে অর্ধাহার-অনাহারে।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |