• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে না ফেরার দেশে আকাশ

রাজবাড়ী প্রতিনিধি

  ৩০ আগস্ট ২০১৯, ১৫:৫৬
শিশু, খেলনা, বিদ্যুৎ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আকাশ শেখ (১২)। সে ওই গ্রামের ভ্যানচালক আবুল কালাম শেখের ছেলে এবং নারুয়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহতের বড় ভাই সাগর শেখ জানায়, আকাশ তার একটি খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার চাচা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। আকাশকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু
সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার