ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে না ফেরার দেশে আকাশ

রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ , ০৩:৫৬ পিএম


loading/img

রাজবাড়ীর বালিয়াকান্দিতে খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আকাশ শেখ (১২)। সে ওই গ্রামের ভ্যানচালক আবুল কালাম শেখের ছেলে এবং নারুয়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই সাগর শেখ জানায়, আকাশ তার একটি খেলনায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার চাচা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। আকাশকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |