• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে চলছে অনির্দিষ্টকালের লরি ধর্মঘট (ভিডিও)

চট্টগ্রাম প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৫

চট্টগ্রামে লরি চালক শাহজাহান সাজু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের লরি ধর্মঘট চলছে। ধর্মঘটের ফলের পণ্যবহনকারী সকল লরি চলাচল বন্ধ রয়েছে।

গত ২৮ আগস্ট দুপুরে ফৌজদারহাট এলাকায় সংসদ সদস্য দিদারুল আলমের ব্যবসা প্রতিষ্ঠান কাফিন এন্টারপ্রাইজের পরিবহন সংস্থার অফিসে ফোরম্যান মাসুম লরি চালক সাজুকে পেটে গুলি করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে পরের দিন ভোর ৬টা থেকে কর্মবিরতির ডাক দেয় প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের কর্মসূচি দুইদিনের জন্য স্থগিত করা হয়। দুই দিনের মধ্যে সাজু হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে ফের কর্মসূচি ঘোষণা করা হবে জানান তারা।

ঘটনার চারদিন পরও মামলার আসামি মাসুমকে গ্রেপ্তার করতে না পারায় তারা এ কর্মসূচি দিয়েছে বলে জানান।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
পরিচ্ছন্ন নগর বানাতে শিক্ষার্থীদের পাশে চান চসিক মেয়র
বধূ সাজার আগেই ডেঙ্গু কেড়ে নিলো জীবন
চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসের দিনব্যাপী কবিতা উৎসব ২২ নভেম্বর