ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হিলিতে আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে

হিলি প্রতিনিধি

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯ , ১০:৪৭ এএম


loading/img

হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে বেড়েছে চার থেকে পাঁচ টাকা। যে পেঁয়াজ গেল সোমবারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩২ টাকা। মঙ্গলবার সেই পেঁয়াজ প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা।

বিজ্ঞাপন

পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং আমদানি কমার কারণেই বেড়েছে পেঁয়াজের দাম।

পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, হঠাৎ করে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ না থাকায় বিপাকে পড়েছেন তারা। এমনকি এতে করে বড় ধরনের লোকসানে পড়তে হচ্ছে তাদের। অনেকেই দাম বেশির কারণে পেঁয়াজ কিনতে পারছেন না। 

বিজ্ঞাপন

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের চার কর্ম দিবসে ভারতীয় ৯৪ ট্রাকে দুই হাজার ৩১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |