ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দেয়ালের রঙে মুরগির গ্রিল

কুমিল্লা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ , ০৫:৩৯ পিএম


loading/img

মুরগির গ্রিলে দেয়ালে লাগানো রঙ ব্যবহার করার দায়ে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জে দি গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন।

এ সময় রঙের কৌটা ও রঙ মিশ্রিত ২০টি মুরগি ধ্বংস করা হয়। এছাড়াও এদিন ওই বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ইন্টারন্যাশানাল ড্রাগ হাউজকে পাঁচ হাজার টাকা, ইকোনোমিক মেডিকেল স্টোরকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জনতা স্টোরকে চার হাজার টাকা এবং একই অভিযোগে লিটন পাল স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন ও এসআই কামাল অভিযানে সহযোগিতা করেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |