• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বশেমুরবিপ্রবি তদন্তে গোপালগঞ্জে ইউজিসি’র প্রতিনিধি দল

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৫
বশেমুরবিপ্রবি তদন্তে গোপালগঞ্জে ইউজিসি’র প্রতিনিধি দল
আন্দোলনে শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশে গঠিত ইউজিসি’র ৫ সদস্যের একটি তদন্ত টিম গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ্ববিদালয়ে (বশেমুরবিপ্রবি) পৌঁছে তদন্ত শুরু করেছেন।

আজ বুধবার বিকেল ৪ টায় তদন্ত টিমের আহবায়ক ড. মো. আলমগীরের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের তদন্ত দলের অন্যান্য সদস্যরা হলেন, ইউজিসি’র সদস্য ড. সাজ্জাদ হোসেন, ড. দিল আফরোজ বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক কামাল হোসেন ও কমিটির সদস্য সচিব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মৌলী আজাদ।

কমিটির আহবায়ক ড. মো. আলমগীর সাংবাদিকদের প্র‌শ্নের জবা‌বে ব‌লেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখার জন্যে এসেছি। আমরা ছাত্র-শিক্ষক সবার সাথে কথা বলবো। বিশ্ববিদ্যালয়টিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে যা যা করণীয় তা করার জন্যই এসেছি।

তিনি আরও বলেন, ছাত্র শিক্ষক ছাড়াও যদি কেউ কথা বল‌তে চান, যে বা যারা বিশ্ববিদ্যালয়কে ভালবাসেন বা বিশ্ববিদালয়ে শিক্ষার ভাল পরিবেশ চান যারা বিশ্ব‌বিদ্যালয় নি‌য়ে ভা‌বেন এমন কেউ ইচ্ছা কর‌লে আমাদের সাথে কথা বল‌তে পা‌রেন।

তি‌নি ব‌লেন, আমরা গোপালগঞ্জ সার্কিট হাউজে রা‌তে অবস্থান কর‌বো। সেখা‌নে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অবস্থান করবো এবং প্রয়োজনীয় ফাইল-পত্র দেখবো। আমরা চাই বিশ্ব‌বিদ্যালয়‌টিতে আ‌গের ম‌তো শিক্ষার প‌রি‌বেশ ফি‌রে আসুক।

গত ৭ দিন ধরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের এক দফা দাবীতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্তিত্ব না থাকলেও সার্টিফিকেট বিক্রি, ভুয়া বিশ্ববিদ্যালয় নিয়ে সতর্কতা
যে ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি 
গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ
পদত্যাগ করলেন ইউজিসির সেই আলমগীর