• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

চলন্ত ট্রেনে গরম পানি নিক্ষেপে চালক আহত

জয়পুরহাট প্রতিনিধি

  ০২ অক্টোবর ২০১৯, ১০:৪৩
ট্রেন, চালক, গরম, পানি

জয়পুরহাট স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেসে গরম পানি নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের চালক আহত হয়েছেন। এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন চা বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম বিপ্লব সাহা (৩৮) । তিনি জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার হরিপদ সাহার ছেলে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

জয়পুরহাটের রেল স্টেশনের মাস্টার হাবিবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীল সাগর আন্তঃনগর ট্রেন জয়পুরহাটে যাত্রা বিরতির পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি শহর অতিক্রম করার সময় স্টেশনের অদূরে হকার্স মাকের্ট এলাকায় আসামাত্র ট্রেন চালককে লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করা হয়। এতে ট্রেনচালক শহিদুল ইসলামের মুখমণ্ডল ও হাতে ফোসকা পড়ে যায়।

এ সময় পাশে থাকা সহকারী চালক ট্রেনটি বন্ধ করে আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ওই ট্রেনেই আহত শহিদুলকে পাবর্তীপুর রেল হাসপাতালে ভর্তির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এ সময় নীল সাগর আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট রেল লাইনের ওপর প্রায় ২০ মিনিট বন্ধ থাকে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চা বিক্রেতা বিপ্লবকে আটক করে রাতেই সান্তাহার রেলওয়ে থানায় পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান স্টেশন মাস্টার।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না
ভূগর্ভস্থ পানির সংকটের আশঙ্কায় টেসলার বিরুদ্ধে বিক্ষোভ
সিরিয়ায় তুরস্কের হামলা, পানি বঞ্চিত ১০ লাখ মানুষ 
নিয়োগ দিচ্ছে এসএমসি, আবেদন অনলাইনে