ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রোববার, ১৩ অক্টোবর ২০১৯ , ০১:০২ পিএম


loading/img
মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে জোহরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

আজ রোববার (১৩ অক্টোবর) ভোর ৩টার দিকে মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জোহরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, জোহরুল ইসলামসহ কয়েকজন রাখাল গরু আনার জন্য রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জোহরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গীরা জোহরুলের মরদেহ উদ্ধার করে বাংলাদেশের নিয়ে আসলে পরিবারের লোকজন তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় তাকে দাফন করে। 

এ ব্যাপারে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান। 

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাইস্কুলের এক শিক্ষক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |