• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সেই ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে (ভিডিও)

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ অক্টোবর ২০১৯, ১৫:১৩

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ভারতীয় জেলে প্রণব মণ্ডলের নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, অবৈধ অনুপ্রবেশ করে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে বিজিবির চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন। এ মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত
---------------------------------------------------------------

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চারঘাটের পদ্মানদী ও বড়াল নদীর মোহনায় বাংলাদেশের অন্তত ৫০০মিটার ভেতরে প্রবেশ করে মা ইলিশ শিকার করছিল তিন ভারতীয় জেলে। পরে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফের চার জওয়ান। এ সময় বিজিবি বাধা দিলে তারা গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি চালায়। পরে বিএসএফের এক জওয়ান নিহত ও একজন আহত হয়েছেন বলে পতাকা বৈঠকে বিজিবির কাছে দাবি করে বিএসএফ।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে  
সুনামগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর আনাছ কারাগারে
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, তিন পুলিশ সদস্য কারাগারে 
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ