• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আপন চাচার হাতে যৌন নিপীড়নের শিকার ভাতিজি, আটক

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ অক্টোবর ২০১৯, ১১:১৬
আটক চাচা নিপীড়ক
যৌন নিপীড়ক চাচা মোজাম্মেল হক

কক্সবাজার সদরের ঈদগাঁওতে সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত আপন চাচাকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় সদরের ঈদগাঁও ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড ধইল্যা ঝিরি এলাকায় চাচাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মো. আসাদুজ্জামান।

আটক চাচা মোজাম্মেল হক (২৯) ঈদগাঁও ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড ধইল্যা ঝিরি এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে।

যৌন নিপীড়নের শিকার ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০ অক্টোবর সন্ধ্যার আগে ভিকটিম শিশুকে বাড়ির দক্ষিণে চাষাবাদকৃত জমিতে ধান পাহারারত অবস্থায় কৌশলে যৌন নিপীড়ন করে চাচা মোজাম্মেল। পরে শিশুটি (৭) বাড়িতে এসে কান্না করলে, জিজ্ঞাসা করায় মাকে ঘটনা খুলে বলে। তাৎক্ষণিক তাকে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

গতকাল সোমবার রাত পর্যন্ত শিশুটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার সন্ধ্যায় মোজাম্মেলকে ধরে পুলিশে দেয়।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, একদল পুলিশ তার বাড়ি থেকে মোজ্জামেলকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে আটক চার আর্জেন্টাইন ফুটবলার
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
ভারতে ৮ বাংলাদেশি আটক
হাসান আরিফের দাফন সোমবার