ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

টঙ্গী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ , ১১:০৫ এএম


loading/img
টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দু‘ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দেয়াল ধসে পড়ে ফায়ার সার্ভিসের দু‘জনকর্মী গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টঙ্গীর মিল গেটের নামাবাজার এলাকায় প্রথমে ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে প্রায় ঝুটের ১৫টি গোডাউন পুড়ে যায় এবং ঝুট গোডাউনের মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |