• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পুলিশ দেখে স্বামীর পকেটে রাখা ইয়াবা পলিথিনসহ খেয়ে ফেলেন স্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ অক্টোবর ২০১৯, ১৫:৩৮
আটক ইয়াবা সাংবাদিক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবাসহ আটক দম্পতি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাংবাদিক পরিচয়দানকারী স্বামী-স্ত্রীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে উপজেলার কোতোয়ালিবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্ধ করা হয়।

আটককৃতরা হলেন রংপুর সদরের দর্শনাপাহাড়ী এলাকার বাবুল হোসেনের ছেলে শাহিন ও তার স্ত্রী নওগাঁ মঙ্গলবাড়ী এলাকার আমজাদ হোসেনের মেয়ে ফারহানা ইয়াসমিন ফেন্সি।

তারা নিজেদেরকে রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক আখিঁরা’ পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান আরটিভি অনলাইনকে জানান, আটককৃত সাংবাদিক পরিচয়দানকারী দম্পতি দীর্ঘদিন যাবত উপজেলার আটাপাড়া ও হিলিসহ বিভিন্ন এলাকায় মাদকসেবন ও পাচার করে আসছিল।

গতকাল বুধবার রাতে রামভদ্রপুর মোড়ের বাজার থেকে ইয়াবা নিয়ে ভ্যানে করে পাঁচবিবিতে আসছিল ওই দম্পতি। এমন খবর পেয়ে পুলিশ কোতায়ালিবাগ এলাকায় তাদের ভ্যান গাড়িটি থামানোর নির্দেশ দেয়।

এ সময় শাহিন তার পকেটে থাকা ইয়াবাগুলো স্ত্রীকে দেয়। এ সময় ফেন্সি ইয়াবাগুলো খেয়ে ফেলে। পরে তাদের আটক করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক নল পাইপের সাহায্যে পলিথিনে রাখা ইয়াবাগুলো বের করে আনে। ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
ভারতে ৮ বাংলাদেশি আটক
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা