অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে বরিশালে ৬০ জেলেকে আটক করে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে সাতশ’ কেজি ইলিশ ও ১৮ লাখ মিটারের কারেন্ট জাল। জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা।
বরিশাল জেলার আটটি উপজেলার বিভিন্ন নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড, থানা পুলিশ, নৌ-পুলিশ, নৌ-বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী মেজিস্ট্রেট অভিযান চালিয়ে ৬০ জন জেলেকে আটক করেছে।
এ অভিযানে ৭০৩ কেজি ইলিশ ও ১৮ লাখ ১৮ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় এক লাখ ৭৪ হাজার টাকা।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, বাকি ১৯ জনকে জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পোড়ানো এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
আরো পড়ুন
জেবি