• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ভাড়া বাসায় সাইনবোর্ড ঝুলিয়েই এমপিওভুক্তির তালিকায়

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ অক্টোবর ২০১৯, ১৪:৫৮
সাইনবোর্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠান
কলেজের নামে ভাড়া বাড়িতে টাঙ্গানো সাইনবোর্ড

সম্প্রতি এমপিওভুক্তি হওয়া প্রতিষ্ঠানের তালিকায় নেত্রকোনার মদনে অস্তিত্বহীন একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসার অভিযোগ উঠেছে।

যে ঠিকানায় প্রতিষ্ঠানটি এমপিওভুক্তি হয়েছে সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির কিছুই পাওয়া না গেলেও প্রায় ১০ কিলোমিটার দূরত্বে উপজেলা সদরে ভাড়া বাসায় একটি সাইনবোর্ড পাওয়া গেছে।

সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারাও বলছেন, তদন্তে গিয়ে ঠিকানায় শিক্ষা প্রতিষ্ঠানটির কোনও হদিস পাননি।

নেত্রকোনা জেলায় কারিগরি, স্কুল, কলেজ, মাদরাসা মিলিয়ে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি সরকারের এমপিওভুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে মদন উপজেলার হাসনপুর গ্রামের ঠিকানায় জনতা কারিগরি ও বাণিজ্য কলেজ নামের একটি প্রতিষ্ঠানসহ আটটি কারিগরি কলেজ অন্তর্ভুক্তি হয়েছে।

অথচ হাসনপুরে এই কলেজটির কোনও ঘর, সাইনবোর্ড, শিক্ষক বা শিক্ষার্থীর দেখা মিলেনি। এলাকার মানুষও বলছেন, সেখানে জনতা কারিগরি ও বাণিজ্য কলেজ নামে কোনও প্রতিষ্ঠান নেই।

মদন উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, তিনি তদন্ত করে দেখেছেন ঠিকানা অনুযায়ী কলেজটির অস্থিত্ব নেই। পরে তিনি উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে একটি ভাড়া বাড়িতে কলেজটির একটি সাইনবোর্ড পেয়েছেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নতুন এমপিওভুক্ত হলো ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান
---------------------------------------------------------------

জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের পরিচালনা কমিটির সভাপতি বর্তমানে ১৭২ জন শিক্ষার্থী ও ১১জন শিক্ষক ও স্টাফ থাকার দাবি করে বলেন, সরকারি সহযোগিতা না পাওয়ায় অবকাঠামো করা যায়নি। বাড়ি ভাড়া করে কার্যক্রম চালানো হচ্ছে। তবে এখন এমপিও হওয়ায় কাঠামো করা হবে বলে জানান তিনি।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান বলছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে প্রতি ট্রেডে ৫০ জন করে দুইটি ট্রেডের স্বীকৃতি নিয়ে কলেজটি শুরু হয় কাগজপত্রে। গত ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে গিয়ে ভিন্ন ঠিকানায় থাকা সাইনবোর্ডটির দেখা মিললেও বাড়িটির দরজা ছিল বন্ধ। শিক্ষক বা কোনও শিক্ষার্থীকেও পাওয়া যায়নি সেখানে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চ আদালতের রায় মানছেন না অধ্যক্ষ, ভর্তি হতে পারছে না সহোদর-যমজ শিক্ষার্থীরা
১৬ লাখ টাকার বিনিময়ে কলেজছাত্রীকে ডিভোর্স দিলেন এএসআই!
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার